শিক্ষিকা গাইডলাইনঃ JSC

Posted in এডু এইড on December 23, 2014 by

প্রিয় J.S.C. পরীক্ষার্থীরা কেমন আছ? আশা করি আল্লাহর অপার রহমতে সুস্থ আছো। তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু পরামর্শ প্রদান করছি-

পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ-

১. গণিত প্রতিদিন ২-৩ ঘন্টা practice করা।

২. প্রতিদিন ইংরেজীর ২০-৩০ টা শব্দার্থ মুখস্ত করা।

৩. ইংরেজীর কবিতা ভালো করে মুখস্ত, passage গুলো ভালো করে পড়তে হবে। আর অন্যান্য subject গুলোর important questions গুলো বাছাই করে আলাদা করে নিয়ে প্রতিদিন রুটিন অনুযায়ী ৩-৪ ঘন্টা পড়তে হবে।

৪. প্রত্যেক বিষয় নিজে Note করে পড়লে ভালো হয়। মূল বই এর Reference থেকে নোট করলে ভালো হয়।

৫. অযথা সময় নষ্ট না করা। বরং অবসর পেলে বই পড়া বা অন্যান্য গঠন মূলক কাজ করা।

৬. প্রতিদিন পড়াশুনার পাশাপাশি কোরআন,হাদীস ও সাহিত্য অধ্যয়ন করা। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য নফল ইবাদত করা বিশেষ করে তাহাজ্জুদ সালাতের অভ্যাস করা।

 

সর্বোপরি, আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন ৭-৮ ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে এবং সফলতার ব্যাপারে আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে। কোন মতেই হতাশ হওয়া যাবে না, আল্লাহ সাহায্য করুন।

 

 

 

আকলিমা খাতুন

সিনিয়র শিক্ষিকা

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *