প্রিয় জেডিসি পরীক্ষার্থীরা,
আস্সালামু আলাইকুম। আশা করি সুস্থ থেকে অত্যন্ত মনোযোগের সাথে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমরাও তোমাদের মতো কোমলমতি ভবিষ্যৎ জাতির কর্ণধারদের নিকট তাই প্রত্যাশা করি। তোমাদের জন্য আমার পক্ষ থেকে শেষ মুহুর্তের দরকারি কয়েকটি পরামর্শ রইল। আশা করছি তোমরা তা অনুসরণ করবে।
পড়ালেখার পূর্বপ্রস্তুতিঃ
- মোটেও ঘাবড়াবে না, ঠান্ডা মস্তিষ্কে ধীরস্থির ভাবে পড়ালেখা চালিয়ে যাবে।
- খাওয়া-দাওয়ার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবে।
- পিতা-মাতা-গুরুজন এবং শিক্ষকগণের পরামর্শ মেনে চলবে।
- ইবাদত বন্দেগীতে নিষ্ঠা বৃদ্ধি করার পাশাপাশি বিনয় নম্রতা আরও বাড়িয়ে দেবে।
- সদা-সর্বদা সকলের নিকট দোয়া প্রার্থনা করবে।
পড়ালেখার ক্ষেত্রেঃ
- প্রতিটি বিষয়ে নিজে নোট করে নিলে ভাল হয়। কেননা বাজারের নোটে অসংখ্য ভুল বিদ্যমান।
- কুরআন, আরবী ও মীজান বিষয়ের ক্ষেত্রে তাহকীকগুলো অত্যন্ত সতর্কতার সাথে লিখবে।
- আকাঈদ বিষয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া অবশ্যই বাধ্যতামূলক করেনিবে। এক্ষেত্রে কিছু প্রশ্নোত্তর বড় এবং কিছু প্রশ্নোত্তর একেবারেই ছোট যেন না হয়, বরং সকল প্রশ্নোত্তরই যেন মানসম্পন্ন হয়, সেদিকে খেয়াল রাখবে।
- জেডিসির শিক্ষাথী বন্ধুরা আর তোমাদের ইংরেজী তো এবার নতুন আসবে, সেদিকে খেয়াল রেখে লিখবে।
- গ্রামার ও ব্যাকরণের ক্ষেত্রে নির্ভুল যেন হয়। অর্থাৎ এখানকার মার্কস যেন পরিপূর্ণভাবে পেতে পার, সেই টার্গেট রাখবে।
- লেখা অবশ্যই কাটাকাটি ও ঘষামাজা মুক্ত এবং ঝকঝকে ও সুন্দর হতে হবে। কারণ সুন্দর হস্তাক্ষর A+ পেতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
- যে প্রশ্নোত্তরগুলো তোমার বেশি ভাল জানা সেগুলো আগে লিখবে, তাহলে তোমার সময় ও বাঁচবে এবং দুশ্চিন্তাও কমবে।
- সর্বোপরি আল্লাহর প্রতি বিশ্বাস, ভালবাসা রেখে, আস্থা ও আত্মনির্ভরশীলতা সাথে লিখবে।
আল্লাহ তোমাদেরকে সফলতার সূর্য ছিনিয়ে আনার তৌফিক দান করুন আমীন।
(কাজী সাইদা খাতুন)
প্রিন্সিপাল
তামিরুল মিল্লাত কামিল মাদরাসা,
মহিলা শাখা