প্রিয় পি.এস.সি.পরিক্ষার্থী আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছ ? জীবনের প্রথম পাবলিক পরীক্ষা নিয়ে চিন্তিত? তোমার প্রথম পাবলিক পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করছি।
বাংলা :
- এই বিষয়ে গদ্য পদ্যগুলো বুঝে বুঝে পড়বে কবিতা লিখার সময় দাড়ি, কমা ঠিক করে লাইনের বিন্যাস ঠিক রেখে কবিতা লিখবে। রচনার পয়েন্টগুলো নীল কলম দিয়ে লিখতে পারো। প্রশ্নের উত্তর বড় করার দরকার নেই। তাহলে বাংলায় পূর্ণ নম্বর পাওয়া যাবে।
ইংরেজী :
- ইংরেজী পড়ার সময় বাংলা অনুবাদ বুঝে পড়বে। ইংরেজী গ্রামার ভালো করে শিখবে।
- প্রশ্নের উত্তর বের করার সময় grammatical বিষয়গুলোর দিকে খেয়াল রাখবে।
- Paragraph গুলো এক প্যারায় লিখবে।
- পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রেখে উত্তর লিখবে তাহলে ভাল নম্বর পাওয়া যাবে।
সাধারণ গণিত :
- পরীক্ষার আগের দিন important অংকগুলো ভাল করে দেখবে।
- মাথা ঠান্ডা রেখে অংক পরীক্ষা দিবে।
- জ্যামিতির চিত্রগুলো ঠিক করে আঁকবে। সঠিক ভাবে অংক করলে গণিতে ১০০ নম্বর পাওয়া যাবে।
সমাজ :
- এই বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পুরো বই ভালো করে পড়তে হবে।
- নৈর্ব্যক্তিকের জন্য প্রত্যেক লাইন বুঝে বুঝে পড়তে হবে।
- সালগুলো ভাল করে মনে রাখতে হবে।
- রচনামূলক প্রশ্নের উত্তরে বই ভাল করে পড়ে প্রশ্নের উত্তর নোট করবে।
বিজ্ঞান :
- এই বিষয়কে অনেকে ভয় পায়। কিন্তু ভাল করে বই পড়লে নৈর্ব্যক্তিক অংশে ও রচনামূলক অংশে ভাল নম্বর পাওয়া যায়।
- যেসব প্রশ্নে চিত্র প্রয়োজন সেসব প্রশ্নে চিত্র দিতে হবে।
ইসলাম শিক্ষা :
- অনেকে এই বিষয়টিকে অন্য Subject এর জন্য অবহেলা করে। কিন্তু এ বিষয়ে A+ পাওয়ার জন্য
- অবশ্যই ভালো করে বই পড়তে হবে।
- উত্তরে কুরআন হাদীসের Refference দিলে ভালো হয়।
আশা করছি উল্লেখিত পরামর্শ গুলোর সাহায্যে আল্লাহর রহমতের মাধ্যমে পরীক্ষায় সফল হবে ইনশাঅল্লাহ।
পরামর্শ প্রদানে-
নুসাইবা আতিক তাইমা
(পি.এস.সি.-এ+,২০১১)
মনিপুর স্কুল এন্ড কলেজ