স্টাডি টিপসঃ এবতেদায়ী-১১

Posted in এডু এইড on December 23, 2014 by

প্রিয়, এবতেদায়ী পরিক্ষার্থী আপুরা, আসসালামু আলাইকুম। আশা করছি জীবনের প্রথম পাবলিক পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দর ভাবে নিয়েছ। তোমার প্রস্তুতিকে আরেকটু গুছিয়ে দিতে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করছি-

 

কুরআন:

  • পাঠ্য বইয়ের এক কথায় উত্তর, শূন্যস্থান, ডান-বাম গুলো ভালো করে দেখে নিবে।
  • পাঠ্য বইয়ের অর্ন্তভুক্ত সূরাগুলো থেকে Important সূরাগুলোর অনুবাদ, হরকত প্রদান সহ অতি গুরুত্বের সাথে পড়তে হবে।
  • তাজবীদ অংশে পাঠ্য বইয়ের প্রশ্নগুলো থেকে বিভিন্ন সালের প্রশ্নগুলো বাছাই করে পড়ে নিতে হবে।

 

আকাইদ ও ফিক্হ:

  • পাঠ্য বইয়ের সঠিক উত্তর, শূন্যস্থান, ডান-বাম গুলো অতি গুরুত্বের সাথে পড়তে হবে।
  • অনুশীলনীর সব প্রশ্ন যদি পরীক্ষার সময় পড়া সম্ভব না হয়, তাহলে Important অর্থাৎ সালের প্রশ্নগুলো পড়বে।
  • সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের উত্তর দেয়ার সময় ভূমিকা, উপসংহার দিয়ে শুরু করে পয়েন্ট আকারে সাজিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়।

 

আরবী ১ম পত্র:

  • পাঠ্য বইয়ের শব্দার্থ, শূন্যস্থান, কবিতার লাইন বিন্যাস, দাঁড়ি, কমা ইত্যাদি ভালো করে দেখে নিতে হবে।
  • পরীক্ষার আগের রাতে Important প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে।

 

আরবী ২য় পত্র:

  • সিলেবাসের বই অনুযায়ী বাংলা-আরবী, আরবী-বাংলা অনুবাদগুলো বার বার Practice করতে হবে যাতে আরবী বানান ভুল না হয়।
  • অনুশীলনী থেকে কমন কমন প্রশ্নগুলো পড়ে নিতে হবে।
  • আরবী ২য় পত্রে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। অযথা কোন কিছু লিখবে না।
  • রচনা লিখার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আরবী বানান ভুল না হয়। যথাসম্ভব ১০ বাক্যে লিখার চেষ্টা করবে।

 

বাংলা:

  • পাঠ্য বইয়ের এক কথায় উত্তর, শূন্যস্থান ভালো করে পড়ে নিবে।
  • কবির নামসহ কবিতা ভালো করে মুখস্ত করতে হবে। কবিতা লিখার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে দাঁড়ি, কমা, লাইন বিন্যাস ইত্যাদি।
  • বড় প্রশ্ন লেখার সময় ভূমিকা দিয়ে  শুরু করতে হবে। গদবাধা না লিখে মূল মূল পয়েন্ট গুলো লিখতে হবে এবং ব্যাখ্যা লিখার সময় উৎস, প্রসঙ্গ ঠিকভাবে লিখতে হবে।
  • ব্যাকরণ অংশে সন্ধি, সমাস, লিঙ্গ, পদ, এক কথায় প্রকাশ ইত্যাদি ভালো করে পড়তে হবে দরখাস্ত লিখার সময় তারিখ এবং বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।
  • সালের রচনাগুলো পড়লে Common পাওয়া যাবে। রচনা লেখার সময় ছোট ছোট পয়েন্ট আকারে ভালো নম্বর পাওয়া যায়।

 

ইংরেজী:

  • Main বই এর Vocabulary গুলো ভালো করে Revision দিতে হবে।
  • পাঠ্য বইয়ের কবিতা থেকে Important কবিতাগুলো ভালো করে Practice করে পড়ে নিতে হবে।
  • Passage এর উত্তর দেয়ার সময় কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
  • যে Tense এ উত্তর চেয়েছে সে Tense এ উত্তরদিতে হবে।
  • যতটুকু উত্তর চেয়েছে ততটুকু উত্তর দিবে। বাড়তি কোন কিছু লিখা যাবে না।
  • সঠিক উত্তর, শূন্যস্থান, প্রশ্ন, ‘A’ বা ‘B’ কলাম ইত্যাদি Passage থেকে দেখে দেখে উত্তর দিবে।
  • Grammer অংশে Parts of Speech, Noun, Pronoun, Verb, Adverb, Preposition, Conjunction, Tense, Voice, Sentence ইত্যাদি ভালো করে Practice করতে হবে অবশ্যই।

 

  • Eassy লিখার সময় বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং ছোট ছোট Point লিখার চেষ্টা করবে।
  • Application সালেরগুলো ভালো করে পড়ে যাবে।

 

সাধারণ গণিত:

  • পাঠ্য বইয়ের Main Main অনুশীলন থেকে Important অংকগুলো বাছাই করে বার বার Practice করতে হবে।
  • জ্যামিতি- ত্রিভুজ, বর্ণ, রম্বস, আয়তক্ষেত্র এবং Important জ্যামিতিগুলো চিত্র সহ অংকন করতে হবে এবং বার বার Practice করে যেতে হবে।
  • জ্যামিতির উত্তর অবশ্যই দিয়ে আসতে হবে।

 

পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান:

  • পাঠ্য বইয়ের সঠিক উত্তর, শূন্যস্থান, ডান-বাম ইত্যাদি ভালো করে Revision দিয়ে যেতে হবে।
  • বড় প্রশ্ন লেখার সময় মূল কথাটা Point আকারে লিখতে হবে।

সর্বোপরি, আল্লাহর উপর ভরসা রেখে পড়াশুনা চালিয়ে যেতে হবে। আল্লাহ তোমাদের সকল বিষয়ে সাফল্য দান করুন। আমীন।

 

পরামর্শ প্রদানে-

তানজিলা আক্তার ফাতেমা

(পি.এস.সি.এবতেদায়ী-এ+, ২০১১)

জান্নাতুল বানাত মহিলা মাদরাসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *