প্রিয়, এবতেদায়ী পরিক্ষার্থী আপুরা, আসসালামু আলাইকুম। আশা করছি জীবনের প্রথম পাবলিক পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দর ভাবে নিয়েছ। তোমার প্রস্তুতিকে আরেকটু গুছিয়ে দিতে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করছি-
কুরআন:
- পাঠ্য বইয়ের এক কথায় উত্তর, শূন্যস্থান, ডান-বাম গুলো ভালো করে দেখে নিবে।
- পাঠ্য বইয়ের অর্ন্তভুক্ত সূরাগুলো থেকে Important সূরাগুলোর অনুবাদ, হরকত প্রদান সহ অতি গুরুত্বের সাথে পড়তে হবে।
- তাজবীদ অংশে পাঠ্য বইয়ের প্রশ্নগুলো থেকে বিভিন্ন সালের প্রশ্নগুলো বাছাই করে পড়ে নিতে হবে।
আকাইদ ও ফিক্হ:
- পাঠ্য বইয়ের সঠিক উত্তর, শূন্যস্থান, ডান-বাম গুলো অতি গুরুত্বের সাথে পড়তে হবে।
- অনুশীলনীর সব প্রশ্ন যদি পরীক্ষার সময় পড়া সম্ভব না হয়, তাহলে Important অর্থাৎ সালের প্রশ্নগুলো পড়বে।
- সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের উত্তর দেয়ার সময় ভূমিকা, উপসংহার দিয়ে শুরু করে পয়েন্ট আকারে সাজিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়।
আরবী ১ম পত্র:
- পাঠ্য বইয়ের শব্দার্থ, শূন্যস্থান, কবিতার লাইন বিন্যাস, দাঁড়ি, কমা ইত্যাদি ভালো করে দেখে নিতে হবে।
- পরীক্ষার আগের রাতে Important প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে।
আরবী ২য় পত্র:
- সিলেবাসের বই অনুযায়ী বাংলা-আরবী, আরবী-বাংলা অনুবাদগুলো বার বার Practice করতে হবে যাতে আরবী বানান ভুল না হয়।
- অনুশীলনী থেকে কমন কমন প্রশ্নগুলো পড়ে নিতে হবে।
- আরবী ২য় পত্রে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। অযথা কোন কিছু লিখবে না।
- রচনা লিখার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আরবী বানান ভুল না হয়। যথাসম্ভব ১০ বাক্যে লিখার চেষ্টা করবে।
বাংলা:
- পাঠ্য বইয়ের এক কথায় উত্তর, শূন্যস্থান ভালো করে পড়ে নিবে।
- কবির নামসহ কবিতা ভালো করে মুখস্ত করতে হবে। কবিতা লিখার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে দাঁড়ি, কমা, লাইন বিন্যাস ইত্যাদি।
- বড় প্রশ্ন লেখার সময় ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গদবাধা না লিখে মূল মূল পয়েন্ট গুলো লিখতে হবে এবং ব্যাখ্যা লিখার সময় উৎস, প্রসঙ্গ ঠিকভাবে লিখতে হবে।
- ব্যাকরণ অংশে সন্ধি, সমাস, লিঙ্গ, পদ, এক কথায় প্রকাশ ইত্যাদি ভালো করে পড়তে হবে দরখাস্ত লিখার সময় তারিখ এবং বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।
- সালের রচনাগুলো পড়লে Common পাওয়া যাবে। রচনা লেখার সময় ছোট ছোট পয়েন্ট আকারে ভালো নম্বর পাওয়া যায়।
ইংরেজী:
- Main বই এর Vocabulary গুলো ভালো করে Revision দিতে হবে।
- পাঠ্য বইয়ের কবিতা থেকে Important কবিতাগুলো ভালো করে Practice করে পড়ে নিতে হবে।
- Passage এর উত্তর দেয়ার সময় কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
- যে Tense এ উত্তর চেয়েছে সে Tense এ উত্তরদিতে হবে।
- যতটুকু উত্তর চেয়েছে ততটুকু উত্তর দিবে। বাড়তি কোন কিছু লিখা যাবে না।
- সঠিক উত্তর, শূন্যস্থান, প্রশ্ন, ‘A’ বা ‘B’ কলাম ইত্যাদি Passage থেকে দেখে দেখে উত্তর দিবে।
- Grammer অংশে Parts of Speech, Noun, Pronoun, Verb, Adverb, Preposition, Conjunction, Tense, Voice, Sentence ইত্যাদি ভালো করে Practice করতে হবে অবশ্যই।
- Eassy লিখার সময় বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং ছোট ছোট Point লিখার চেষ্টা করবে।
- Application সালেরগুলো ভালো করে পড়ে যাবে।
সাধারণ গণিত:
- পাঠ্য বইয়ের Main Main অনুশীলন থেকে Important অংকগুলো বাছাই করে বার বার Practice করতে হবে।
- জ্যামিতি- ত্রিভুজ, বর্ণ, রম্বস, আয়তক্ষেত্র এবং Important জ্যামিতিগুলো চিত্র সহ অংকন করতে হবে এবং বার বার Practice করে যেতে হবে।
- জ্যামিতির উত্তর অবশ্যই দিয়ে আসতে হবে।
পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান:
- পাঠ্য বইয়ের সঠিক উত্তর, শূন্যস্থান, ডান-বাম ইত্যাদি ভালো করে Revision দিয়ে যেতে হবে।
- বড় প্রশ্ন লেখার সময় মূল কথাটা Point আকারে লিখতে হবে।
সর্বোপরি, আল্লাহর উপর ভরসা রেখে পড়াশুনা চালিয়ে যেতে হবে। আল্লাহ তোমাদের সকল বিষয়ে সাফল্য দান করুন। আমীন।
পরামর্শ প্রদানে-
তানজিলা আক্তার ফাতেমা
(পি.এস.সি.এবতেদায়ী-এ+, ২০১১)
জান্নাতুল বানাত মহিলা মাদরাসা