স্টাডি টিপসঃ HSC ১৩

সুপ্রিয় এইচ.এস.সি পরীক্ষার্থী আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? শেষ মুহূর্তে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো, তাই না? তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিতে বিগত বছরে ভাল রেজাল্ট কারী আপুরা তোমাদের কিছু পরামর্শ দিয়েছেন। এগুলো তোমাদের সার্বিক সহায়ক হবে ইনশাআল্লাহ।

H.S.C. : বিজ্ঞান বিভাগ

সার্বিক পরামর্শ:

1.সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুটোর জন্য লাইন বাই লাইন পড়তে হবে।

2.বুঝে পড়তে হবে। কারণ সৃজনশীল এ প্রশ্ন সরাসরি আসে না, ঘুরিয়ে আসে।

3.রুটিন মাফিক পড়ার চেষ্টা করতে হবে।

4.যে বিষয়টা কঠিন মনে হয় সেটা প্রতিদিন এবং বেশি সময় দিয়ে পড়া।

5.দৈনিক ৮-৯ ঘন্টা পড়ার চেষ্টা করা।

6.MCQ তে বেশি নাম্বার ৩৬-৪০ এর মধ্যে তোলার চেষ্টা করতে হবে। কারণ এর উপর result অনেকটা নির্ভর করে।

7.মুখস্ত জাতীয় প্রশ্নগুলো লিখে লিখে পড়া। টেস্ট পেপার সমাধান করা এবং মডেল টেস্ট এর মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা। সৃজনশীল প্রশ্নে মূল কথা লিখলেও নাম্বার পাওয়া যাবে। কাজেই প্রশ্ন ছেড়ে না আসার চেষ্টা করা। না বুঝে মুখস্ত করা উচিত নয়, পরে তা মনে থাকেনা।

বাংলা:

•গদ্য, পদ্য দুটোই বোর্ড বই থেকে ভালো করে পড়তে হবে।

•সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুটোর জন্য লেখক পরিচিতি, লেখার ভিতরের তথ্য, বিভিন্ন চরিত্র, উক্তি, ঘটনা, শব্দার্থ, ছন্দ, কবিতার মাত্রা ইত্যাদি পড়তে হবে।

•বাংলা ব্যাকরণের জন্য ভাষা শিক্ষা ও নবম-দশম শ্রেণীর বোর্ড বই অনুসরণ করতে পারো।

•সংবাদপত্র/ চিঠি/ প্রতিবেদনের নিয়ম ভালো করে জেনে নিবে। কারণ এগুলোতে অনেক সময় প্যাঁচ লেগে যায়। রচনা মানসম্মত করতে কমপক্ষে যৌক্তিক ১৫টি পয়েন্ট দেয়ার চেষ্টা করবে।

ইংরেজী:

•বোর্ড বই ভালো করে পড়তে হবে, ৯-১২ এই নম্বরের প্রশ্ন অনেক সময় বোর্ড বই থেকে আসে।

•ব্যাকরণে সম্পূর্ণভাবে নম্বর তোলার চেষ্টা করতে হবে।

•রচনামূলক প্রশ্নগুলো মুখস্ত না করে নিজের থেকে লেখার চেষ্টা করা।

Physics:

•প্রচুর অংক প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমেই সৃজনশীল প্রশ্নের ২৮ নম্বর  চিহ্নিত করতে পারবে।

•সৃজনশীলের ক নং প্রশ্নের জন্য সংজ্ঞা, একক সূত্র ইত্যাদি ভালো করে পড়তে হবে। খ নং প্রশ্নের জন্য যৌক্তিক প্রশ্নগুলো পড়বে।

•নৈর্ব্যক্তিক এর জন্য একক মাত্রা, ছোট ছোট অংক, বিভিন্নমান ও সূত্রের প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে নিজের ভাল প্রস্তুতি রাখতে হবে।

•প্রতিপাদন/ প্রমাণ এ ধরণের প্রশ্নগুলোতে গুরুত্ব দিতে হবে।

Biology:

•চিত্র/ পার্থক্য/ পয়েন্ট সম্বলিত প্রশ্ন থেকে সহজেই নাম্বার তোলা যায়।

•চিত্রের চিহ্নিত করণ যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখা।

•সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্ন সরাসরি থাকে না। উদ্দীপক থেকে বুঝে নিতে হয়। উদ্দীপক বুঝতে ভুল করলে সঠিকভাবে উত্তর দেওয়া যাবে না। এজন্য সতর্ক থাকতে হবে।

•বিজ্ঞানীদের অবদান, বই এর নাম, আবিষ্কারকের নাম, বিভিন্ন অঙ্গাণুর গঠনের কাজ, ভ্রুণীয় কোষ স্তরের পরিণতি, ম্যান্ডেলের সূত্র, শ্রেণীবিন্যাস ইত্যাদি গুরুত্বপূর্ণ। হাসান স্যারের বইটি অনুসরণ করতে হবে। পাশাপাশি গাজী আজমল স্যার ও নাসিম বানু ম্যাডামের বইটি অনুসরণ করবে।

Math:

•সব অধ্যায়ের অংক করতে পারলে ভালো, তবে সম্ভব না হলে অপশনের ভিতরে যে অধ্যায়টা সহজ সেগুলো করবে। যেমন: ম্যাট্রিকা্র বা নির্ণায়ক থেকে যেকোন একটা শিখলেই হবে।

•জ্যামিতি ও ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে আয়ত্বে রাখতে হবে।

•Math, আর physics এর ভেক্টরের অংক প্রায় একই।

•বলবিদ্যার তত্ত্বগুলো অবশ্যই করবে, যদি অংক প্রশ্নের উত্তর করতে চাও তাহলে তত্ত্বও শিখে নিবে।

•ক্যালকুলাস মোটামুটি সহজ, তবে অনেক প্র্যাকটিস করতে হবে।

•যোগাশ্রয়ী প্রোগ্রামে গ্রাফ আঁকতে একটু সমস্যা হয় এ ক্ষেত্রে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে।

•সম্ভাব্যতার ক্ষেত্রে অংকের পাশাপাশি তত্ত্বও শিখবে।

Chemistry:

•প্রচুর অংক করতে হবে, কঠিন অংকগুলো সাধারণত আসে না।

•বিভিন্ন সমীকরণ, গ্রাফ, একক, মনো, ভর, ইলেকট্রন বিন্যাস, প্রভাবক, মিশ্রণ ইত্যাদি গুরুত্ব দিয়ে পড়বে।

•১ম পত্রের তুলনায় ২য় পত্র একটু কঠিন, এখানে প্রচুর বিক্রিয়া পুনরায় হয়ে থাকে। এ বিষয়গুলো মিলিয়ে পড়লে ভালোভাবে মনে থাকবে এবং শর্ত, প্রভাবক, বিক্রিয়ার মাধ্যম পার্থক্য, সূচক ও সনাক্তকরণের বিক্রিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ।

•২য় পত্রের সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্নের যৌগকে নির্দেশক করা হয় সেটা বুঝতে ভুল হলে সঠিক উত্তর দেয়া যাবে না। এজন্য যৌগের প্রস্তুতি, ধর্ম ও বিক্রিয়া ভালভাবে পড়তে হবে।

•নৈর্ব্যাক্তিক এর জন্য বিকারক নির্দেশিকা, শিখা পরীক্ষক বর্ণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। মোটামুটি সব অধ্যায় মিলে প্রশ্ন আসে । এজন্য কোন অধ্যায় বাদ না দেয়া ভালো।

 

পরামর্শ প্রদানে-

ফারজানা হাসিন

(H.S.C., A+, ২০১৩)

বিজ্ঞান বিভাগ

BCIS স্কুল এন্ড কলেজ

 

 

 

H.S.C.: মানবিক বিভাগ

ইংরেজী ১ম পত্র :

•English For Today বইটা ভালো করে পড়লে Seen Comprehension পারা যাবে।

•কঠিন শব্দগুলো Underline করে পড়তে হবে।

•(9-12) No qus. অনেক সময় Text book থেকে আসে।

•Chowdhury&Hossain থেকে Fill in the Gap , Multiple choice , Summar writing নিয়মিত অনুশীলন করা যেতে পারে।

•Vocabulary ভান্ডার সমৃদ্ধ করার জন্য প্রতিদিন কিছু শব্দ সহ অর্থ ডাইরিতে টুকে নিয়ে আয়ত্ব করা যেতে পারে।

ইংরেজী ২য় পত্র :

•Grammer গুলো example সহ শিখলে সহজে মনে থাকবে।

•বিগত বছরের বোর্ড question solve করলে ভালো হয়।

•প্রতিদিন grammer practice করা যেতে পারে এবং free hand writing practice করা গুরুত্বপূর্ণ।

•বিগত সালের প্রশ্ন ঘেঁটে নিজে  paragraph, composition select করে পড়া যেতে পারে।

বাংলা ১ম পত্র:

•মূল বই ভালো করে পড়তে হবে।

•লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ভালো করে পড়তে হবে।

•ঘ নং প্রশ্নে গল্প থেকে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা যেতে পারে।

•লেখকের নাম, জন্ম, মৃত্যু, কর্ম লিখে চার্ট করে টেবিলে টাঙ্গিয়ে রাখলে ভালো হয়।

বাংলা ২য় পত্র:

•মূল বই এর অনুশীলনীর ব্যাকরণগুলো প্র্যাকটিস করতে হবে।

•বিরচন অংশ বিভিন্ন বই ঘেটে পড়লে common পড়বে।

•বিগত সালের প্রশ্ন দেখে নিজেই suggestion করলে ভালো হয়।

•রচনায় প্রাসঙ্গিক ন্যূনতম ১৫-২০ টা point দিলে ভালো হয়।

অর্থনীতি:

•মূল বই ভালো করে পড়তে হবে।

•বিভিন্ন বিষয়ে প্রবক্তাদের নাম ও সংজ্ঞা হুবুহু মনে রাখতে হবে। এক্ষেত্রে বারবার practice করতে হবে।

•গাণিতিক প্রশ্নে বেশি b¤^i তোলা যায়। তাই এগুলো কে প্রাধান্য দিতে হবে। লিখে লিখে practice করলে সহজে মনে থাকবে।

পরিসংখ্যান:

•Theory গুলো মুখস্ত রাখতে হবে। এক্ষেত্রে বুঝে বুঝে আয়ত্ব করা আবশ্যক।

•Math গুলো বার বার practice করতে হবে।

মনোবিজ্ঞান:

•বই পড়ে important প্রশ্নের hand note তৈরী করতে হবে।

•চিত্র দেয়ার চেষ্টা করতে হবে।

•গাণিতিক বিষয়গুলো বেশি বেশি practice করলে মনে থাকবে।

ইসলাম শিক্ষা:

•Hand note তৈরী করে পড়লে ভালো।

•কুরআন হাদীসের quotation অর্থ সহ বেশি বেশি দিলে মার্কস ভাল আসবে।

•আয়াত নং, হাদীস গ্রন্থের নাম দিলে খুব ভালো হয়।

•আরবী মনে রাখার চেষ্টা করতে হবে।

যুক্তিবিদ্যা:

•২-৩ টা বই মিলিয়ে অধিক point সমৃদ্ধ একটা hand note তৈরী করলে ভালো হয়।

ভূগোল:

•মানচিত্র বা অন্য চিত্রগুলো বেশি বেশি practice করা যাতে দ্রুত হাতে আঁকা যায়।

•Data গুলো দিলে নাম্বার বেশি পাওয়া যাবে।

ইতিহাস:

•যেহেতু বিষয়টি সৃজনশীল তাই মূল বই ভালো করে পড়তে হবে।

•সালগুলো ধারাবাহিক ভাবে মনে রাখার চেষ্টা করা।

পৌরনীতি:

•প্রবক্তাদের নাম ও সংজ্ঞা ভালো ভাবে মনে রাখতে হবে। এগুলো বেশি মার্কস পেতে help করবে।

সমাজ কল্যান:

•হক ও আজাদ এবং হালিমের বইগুলো খুব ভালো।

•সমাজবিদদের সংজ্ঞা উল্লেখ করতে হবে।

 

 

পরামর্শ প্রদানে-

নওশীন তাবাসসুম

(H.S.C., A+, ২০১৩)

মানবিক বিভাগ

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ

 

 

H.S.C.: বাণিজ্য বিভাগ 

Accounting:

•বই (১ম, ২য়) পুরোটা আবারো ভালো করে পড়ে নেওয়া যাতে করে theoritical প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দেয়া যায়।

•জাবেদাগুলো একটু ভালো করে অনুশীলন কর। তবে লক্ষ্যণীয়, সমন্বয় জাবেদার সাথে এই অংশটুকু মিলিয়ে অনুশীলন করলে ২টা অংশই পরিপূর্ণভাবে আত্নস্থ করা যাবে।

•এছাড়া খতিয়ান, ব্যাংক সমন্বয় কার্য, একতরফা, অংশীদারী উপাদান বিবরণী এই সমস্ত অংকগুলো অনুশীলনের ক্ষেত্রে একটু বাড়তি নজর এর প্রত্যেকটি ফর্মুলার দিকে দেওয়া উচিত।

•চূড়ান্ত হিসাব যদি না মেলে তবুও পুরো অংকটি কাটা উচিত নয়, কারণ অংকটি সম্পন্ন করার জন্যও নাম্বার পাওয়া যায়।

•চূড়ান্ত হিসাব এর ক্ষেত্রে সর্বদাই এর সমন্বয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।

•চলতি বছর থেকে বিগত ৫ বছরের সমস্ত বোর্ডের প্রশ্নগুলো সমাধান করা উচিত কারণ জাবেদা, চূড়ান্ত হিসাব, সমন্বয় হিসাব, একতরফা, অংশীদারী, নগদ এর বেশীর ভাগ এন্ট্রিগুলো প্রায় ৭০% অংশই পূনরাবৃত্তি করা হয়।

•টেস্ট পেপার মুখী যতটা কম হওয়া যায় ততই ভালো। কারণ এটি বিভ্রান্ত করে। তাই মূল বইগুলো পড়ে বুঝা দরকার।

Management:

•যেহেতু এটি সৃজনশীল তাই বইয়ের প্রতিটি অংশ খুব ভালো ভাবে পড়া এবং বাস্তব ঘটনার সাথে একটু মিল দিয়ে পড়া।

•প্রশ্নের মান বুঝে সে ভাবে উত্তর দেওয়া। যেহেতু সৃজনশীলতা এখন চারটি ভাগে বিভক্ত যথা (জ্ঞান মূলক, অনুধাবন, প্রয়োগ, উদ্দীপনামূলক)।

•যতটুকু পারা যায় এক্ষেত্রে বাজারের কিছু গাইডের সাহায্য নেয়া কারণ সেগুলোতে বানানো অনেক extra প্রশ্ন থাকে যা চিন্তাবৃত্তিক কাজে সাহায্য করে।

•নিজের সৃজনশীলতাকে যথা সম্ভব কাজে লাগানো এবং পরীক্ষায় কোন প্রশ্ন না ছাড়া এবং পুরো উত্তর সম্পন্ন করা।

Statistics:

•এই স্বল্প সময়ে অংকের chapter গুলো ভাগ করে নিয়ে নির্দিষ্ট করে ফেলা যে, কোন অধ্যায়গুলো পড়বে এবং কোনগুলো একদম বাদ দিবে।

•প্রতিদিন অন্তত ২.৩০ ঘন্টা করে একটা chapter বা ২টা chapter এর পেছনে সময় দেওয়া ও practice করা।

•অংকগুলো সর্বোচ্চ অনুশীলন করা।

•বিগত সালের প্রশ্নগুলো (৫বছরের পর্যন্ত) ভালোভাবে study করা।

•practice গুলো ভালোভাবে করা ও viva-voice এর জন্য ভালোভাবে বই পড়া উচিত।

Marketing:

•পুরো বইটি ভালো ভাবে পড়া।

•যেহেতু বর্ণনামূলক প্রশ্নোত্তর তাই প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী সর্বোচ্চ পরিমাণে তথ্য সম্বলিত করে লেখা।

•ঠিকমত সূচনা, সংজ্ঞা, কোটেশন, পয়েন্টগুলো ঠিকমত উল্লেখ ও উপসংহার এরূপ প্রতিটি বিষয়ের উপর লক্ষ্য রাখা।

বাণিজ্যিক ভূগোল ও অর্থনীতি:

•ভূগোল বিষয়টির নাম্বার নির্ভর করে পুরোটাই তথ্য এবং উপাত্ত ও চিত্রের উপর।

•প্রতিটি প্রশ্ন লেখার ক্ষেত্রে পয়েন্ট করে লেখা এবং প্রত্যেক পয়েন্টের চাহিদা অনুযায়ী উপাত্ত ও চিত্র দেয়া।

•সূচনা ও উপসংহার ভালো ভাবে লেখা।

  •  Update তথ্য জানতে internet এর মাধ্যমে পরিসংখ্যান ব্যুরো থেকে তথ্য সংগ্রহ করা। সেই সাথে-
  • অর্থনীতির জন্য বিশেষ ভাবে আগে প্রশ্নের উত্তরগুলো সাজানো।
  • চিত্র, গ্রাফ/হিসাব/সমীকরণ জাতীয় প্রশ্নগুলোই বেশী উত্তর দেয়া উচিত কারণ এই সমস্ত প্রশ্নে নাম্বার ভালো পাওয়া যায়।
  • লেখার মান তথ্যের সাথে সামঞ্জস্য হতে হবে তাই এখনই বাসায় লিখে একটু practice করা উচিত।

 

 

 

পরামর্শ প্রদানে-

মোমেনা বিনতে আযাদ

(H.S.C., A+, ২০১৩)

বাণিজ্য বিভাগ

রাজউক উত্তরা মডেল কলেজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *