প্রিয়,এবতেদায়ী পরীক্ষার্থীরা,
ছাত্রজীবনের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাওয়ার জন্য সমপনী পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা চলাকালীন দিনগুলোতে তোমরা সবচেয়ে গুরুত্ব দিবে সময়ের দিকে, একেবারেই সময় নষ্ট করবে না। আর লক্ষ্য স্থির রাখতে হবে সবসময়। কিছু বিষয় খেয়াল রাখবে-
- সব বিষয়ে সমানভাবে গুরুত্ব দিতে হবে। শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর এর জন্য পুরো text বই ভালো করে পড়তে হবে।
- Text বই ভালোভাবে আত্মস্থ করতে হবে। এর পর প্রয়োজন মনে হলে MCQ প্রাকটিসের জন্য গাইড বই follow করা যেতে পারে।
- কোন প্রকার মানসিক চাপ নেওয়া বা ভয় পাওয়া যাবে না। A+ পেতে হবে এই মানসিকতা নিয়ে ভালো result করার জন্য চেষ্টা করতে হবে।
- রাত জেগে পড়ার কোন দরকার নেই। রুটিন এবং প্ল্যান করে পড়ার অভ্যাস তৈরী করতে হবে। ইংলিশ ও অংকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞানের ১৩/১৪ টা চ্যাপ্টার আছে, সেগুলোর ব্যাপারে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞানের চ্যাপ্টারগুলোতে Experiment আছে। এই Experiment গুলো তোমরা বাসায়ও করে দেখতে পারো।
- MCQ এর জন্য Math এর প্রতি অধ্যায় শুরুর জিনিসগুলো খুবভালো করে পড়ে নিতে হবে। তবে একসাথে একটা খাতায় নোট করে পড়লে MCQ আরো সহজ হবে। English এ Multiple choice এর জন্য Main text টা ভালো করে পড়তে হবে।
- শরীরের প্রতি নজর রাখা, রাত না জাগা, বাইরের খাবারের প্রতি নির্ভরশীলতা কমিয়ে ঘরের খাবারে অভ্যস্ত হতে হবে।
- সকাল সকাল ঘুম থেকে উঠা, Main বই বার বার revise করা, দাগানো লাইনগুলো বার বার পড়ার চেষ্টা করবে। পরীক্ষার আগেই সবকিছু গুছিয়ে ফেলবে আর মানসিক টেনশন রাখবে না।
সর্বোপরি, সবসময় চিন্তা করতে হবে A+ পাওয়া মূলত আমার লক্ষ্য নয়, লক্ষ্য আর্দশ মানুষ হিসেবে তৈরী হওয়া।
(রওশন আরা যুথী)
সহকারী শিক্ষিকা
তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা