সুপ্রিয়, জে.এস.সি. পরিক্ষার্থী আপুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো? নিশ্চয়ই শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে শংকিত? তোমার প্রস্তুতিকে আরো একটু গুছিয়ে দিতে প্রয়োজনীয় কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করছি-
বাংলা ১ম পত্র :
(১) কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, পরিচিতি সঠিকভাবে আয়ত্ত করতে হবে।
(২) গদ্য ও পদ্য সঠিক ভাবে অনুধাবনের চেষ্টা করতে হবে। প্রত্যেকটি গদ্য ও পদ্যের জন্য নিজস্ব ভাষায় নোট তৈরি করে নিতে হবে।
(৩) সৃজনশীল প্রশ্নে প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় যথাক্রমে ৩,৪টি প্যারা করতে হবে এবং লেখক বা কবির নাম উল্লেখ করতে হবে।
(৪) অবজেক্টিভ অনুশীলন করতে হবে।
বাংলা ২য় পত্র :
(১) অবজেক্টিভের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে Important লাইন গুলো আলাদা করে নোট করে ফেলতে হবে।
(২) বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ ইত্যাদি মুখস্ত রাখতে হবে।
(৩) চিঠি, আবেদন পত্র, ভাবসমপ্রসারণ, সারাংশ, সারমর্ম লেখার যথাযথ নিয়ম মেনে লিখতে হবে।
(৪) রচনায় অন্তত ১৫টি পয়েন্ট লেখার চেষ্টা করতে হবে।
ইংরেজি ১ম পত্র :
(১) প্রশ্নপত্রে Comprehension মনোযোগ সহকারে পড়তে হবে, বুঝতে হবে। এরপর সকল প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতে হবে।
(২) Model test প্রতিদিন ১টি করে অনুশীলন করার চেষ্টা করতে হবে।
(৩) Vocabulary বাড়ানোর জন্য ইংরেজি Text বুকের অজানা শব্দগুলো আয়ত্ত করতে হবে, ডিকশনারী দেখে অর্থ বের করতে হবে।
(৪) Paragraph এর ক্ষেত্রে Important গুলো আয়ত্ত করতে হবে। আর তবুও যদি Common না পড়ে তবে বিষয়টুকু নিয়ে চিন্তা করে পরে তা English এ সহজভাবে লিখতে হবে।
ইংরেজি ২য় পত্র :
(১) Grammar এর প্রত্যেকটি অধ্যায় এর অজানা বা difficult বিষয় গুলো মনে রাখতে হবে।
(২) প্রতিদিন যেকোনো ১টি অধ্যায় অনুশীলন করতে হবে।
(৩) Paragraph, Letter, Application লেখার সময় নিয়ম অনুযায়ী লিখতে হবে। free hand এ লেখার অভ্যাস থাকা দরকার।
(৪) Essay লেখার সময় বিষয় বস্তুর ওপর ভিত্তি করে আনুষঙ্গিক তথ্য প্রদান করতে হবে। কঠিন শব্দের বানান গুলো আরও করার চেষ্টা করতে হবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় :
(১) প্রত্যেকটি অধ্যায়ের অবজেকটিভ গুলো নোট করে ফেলতে হবে।
(২) অধ্যায়ের Important প্রশ্নগুলো note করে পড়তে হবে।
(৩) ইতিহাসে সকল সাল সমূহ যথাযথভাবে আয়ত্ত করতে হবে।
বিজ্ঞান :
(১) অবজেকটিভ এর জন্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে পড়ার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে পড়তে হবে।
(২) চিত্রসহ প্রশ্নসমূহ লেখার চেষ্টা করতে হবে।
(৩) প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর লেখতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না।
ধর্ম :
(১) আরবিসহ প্রশ্নসমূহ নোট করতে হবে।
(২) নিয়মিত আরবি অনুশীলন করতে হবে।
গণিত :
(১) নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
(২) প্রত্যেকটি অনুশীলনীর Important অংকগুলো একত্রে করতে হবে।
(৩) জ্যামিতি গুলোর মধ্যে Important গুলো বারবার অনুশীলন করতে হবে।
গার্হস্থ্য অর্থনীতি :
(১) বিভিন্ন সালের প্রশ্নগুলো আয়ত্ত করতে হবে।
(২) অবজেক্টিভ সর্বদা অনুশীলন করতে হবে।
সর্বোপরি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পরীক্ষা দিবে বলে আশা করছি।
পরামর্শ প্রদানে-
নোশিন আতিয়া
(জে.এস.সি. এ+,২০১২)
ভিকারুন নেছা নুন স্কুল এন্ড কলেজ