শিক্ষিকা পরামর্শ: পিএসসি’২০১৩

সুপ্রিয় পি.এস.সি পরীক্ষার্থীরা,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? নিশ্চয় জীবনের প্রথম একটি বড় পরীক্ষায় সফল হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত তোমরা। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদেরকে যথাযথ প্রস্তুতি গ্রহন করে আশানুরুপ রেজাল্ট পাওয়ার তৌফিক দেন।

আল্লাহ তায়ালা কুরআন নাযিলের শুরুতে বলেছেন- ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালা-পড় তোমার প্রভূর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হাদীসেও জ্ঞানার্জনের জন্য সুদূর চীন দেশে ভ্রমনের কথা বলা হয়েছে। সুতরাং জ্ঞানার্জনের জন্য তোমাদের এ পরীক্ষা কোন ব্যাপারই না। ভয় পাওয়া বা টেনশনের কোন দরকার নেই। এ পড়াশুনাও তোমরা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যেই করছ এটা নিয়ত করতে হবে। তবেই আল্লাহর সাহায্য পাওয়া যাবে। তাই পড়াশুনার পাশাপাশি আল্লাহর হুকুমগুলো পালনের চেষ্টা করবে। তোমাদের পরীক্ষার বেশিদিন বাকী নেই তাই সময় নষ্ট না করে অল্প সময়কে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

তোমাদের জন্য কিছু পরামর্শ

১। টি. ভি দেখা বন্ধ করতে হবে। খেলাধূলা কমিয়ে পড়াশুনায় মনোযোগী হতে হবে।

২। যে বিষয়ে তুমি একটু দুর্বল সে বিষয়ে বেশী বেশী অনুশীলন করতে হবে।

৩। দিনের সম্পূর্ণ সময়টাকে ভাগ করে পড়ার রুটিন তৈরি করবে। রুটিন পড়ার টেবিলের সামনে দেয়ালে লাগিয়ে রাখবে।

৪। খাওয়া ও বিশ্রামের ব্যাপারে ও খেয়াল করতে হবে। পুষ্টিকর খাবার খাবে। যেমন : দুধ, ডিম, শাক সবজি, ডাল।

৫। পড়ার ফাঁকে ফাঁকে হালকা কিছু নাস্তা খাবে।

৬। পড়ার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। বারবার লিখলে  বানান ভুল সংশোধন হবে। পড়াও ভাল মুখস্ত হবে।

৭। ফজরের আযান শুনে ঘুম ভাঙ্গার অভ্যাস করবে। নামাজ আদায় করেই অন্তত ২ঘন্টা পড়বে। রাতে ১১টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে।

৮। পরীক্ষার রুটিন, প্রবেশ পত্র যত্নসহকারে রাখবে। বিশেষ করে প্রবেশ পত্র হাতে পেয়ে ফটোকপি করবে। পরীক্ষার হলে যাওয়ার সময় প্রবেশপত্র, একাধিক কলম অবশ্যই সাথে রাখবে।

৯। প্রশ্ন হাতে পেয়ে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম” পড়ে প্রথমে প্রশ্ন ভালভাবে পড়বে। এরপর লেখা শুরু করবে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন খুব চিন্তা করে ধীরে সুস্থে লিখবে যেন ১টিও ভুল না হয়।

১০। লেখা শেষ হলে আবার মিলিয়ে দেখবে কোন প্রশ্ন বাদ পড়েছে কিনা বা ভুল হয়েছে কিনা সেজন্য তোমার হাতে ১০ মিনিট সময় রাখতে হবে।

১১। খেয়াল রাখতে হবে পরীক্ষার খাতায় যেন অতিরিক্ত ঘষামাজা না হয়। খাতা পরিস্কার রাখার চেষ্টা করবে।

১২। সর্বোপরি ৫ ওয়াক্ত নামাযের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে।

 

আশা করি আল্লাহ পাক তোমাদের সুস্থ শরীরে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার ও আশানুরুপ ফল লাভ করার তৌফিক দিন।

                                                                 

                                                                  (কোহিনুর আক্তার লিপি)

                                                                       সিনিয়র শিক্ষক

                                                                             বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ

শিক্ষিকা গাইডলাইনঃবিশ্ববিদ্যালয়

সুপ্রিয়,  অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের ভালো ফলাফলের জন্য কিছু দিক খেয়াল রাখতে হবে-

  • বেসিক ভালো থাকতে হবে এক্ষেত্রে নিয়মিত পড়ালেখা করতে হবে ।
  • বেসিক ভালো না থাকলে এস.এস.সি ও এইচ. এস .সি তে জিপিএ ৫ থাকলেও  চান্স পায়না । এর জন্য যে বিষয়ে দুর্বল সেটা খুঁজে বের করা এবং ঘরে বসে সেই  বিষয়ের বিগত বছরের প্রশ্ন গুলোর মডেল টেস্ট দেওয়া।
  • প্রচুর পড়াশুনা করলেও অনেকে ভালো করতে পারে না  । এক্ষেত্রে যেটুকু পড়বে কার্যকরীভাবে পড়তে হবে।

শিক্ষিকা গাইডলাইনঃ দাখিল

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আস্‌সালামু আলাইকুম। আশা করি সুস্থ থেকে সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে শেষ মুহুর্তের দরকারী কিছু পরামর্শ রইল –

  • শরীরের প্রতি অত্যন্ত যত্ন নেবে এবং সম্পূর্ণরুপে টেনশন ফ্রি থাকার চেষ্টা করবে।
  • নিজের প্রতি আত্নবিশ্বাস রেখে পড়ালেখা চালিয়ে যাবে ও সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখবে।
  • পড়ালেখার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে। ভারসাম্য রক্ষা না করলে হিতে বিপরীত হতে পারে।

শিক্ষিকা গাইডলাইনঃ এবতেদায়ী

প্রিয়,এবতেদায়ী পরীক্ষার্থীরা,

ছাত্রজীবনের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাওয়ার জন্য সমপনী পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা চলাকালীন দিনগুলোতে তোমরা সবচেয়ে গুরুত্ব দিবে সময়ের দিকে, একেবারেই সময় নষ্ট করবে না। আর লক্ষ্য স্থির রাখতে হবে সবসময়। কিছু বিষয় খেয়াল রাখবে-