সামাজিক অনুষ্ঠান

আমাদের সমাজে অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান প্রচলিত আছে। এই অনুষ্ঠানগুলোর মধ্যে যেগুলো ইসলামী সংস্কৃতির মধ্যে সেগুলো উদযাপন করা আমাদের জন্য শুধু জায়েজ-ই নয় বরং কোরআন-হাদীসে এই অনুষ্ঠানগুলো উদযাপনের জন্য অনেক বেশী উৎসাহিত করা হয়েছে। যেমন- ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে মেরাজ, শবে কদর, সীরাতুন্নবী (সা:), মাহে রমযান ইত্যাদি।
আমাদের সমাজে কিছু সামাজিক অনুষ্ঠান প্রচলিত আছে যেগুলো ইসলামী সংস্কৃতির মধ্যে নেই কিন্তু বর্তমানে মানুষ সওয়াবের নিয়তে এই অনুষ্ঠানগুলো পালন করে থাকে। যেমন মিলাদ-মাহফিল, মৃত্যুবার্ষিকী, শবে বরাত, চল্লিশা, পীর-ফকির, মাজার পূজা ইত্যাদি। ইসলামী পরিভাষায় এই অনুষ্ঠানগুলোকে বিদয়াত বলা হয়।
“অতঃপর আমি আপনাকে দ্বীনের এক বিধানের” উপর রেখেছি। অতএব আপনি এর অনুসরণ করুন এবং যারা জানেনা তাদের খেয়াল খুশির অনুসরণ করবেননা।” (জাসিয়াঃ ১৮)
“নিশ্চয়ই সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব। আর সর্বোত্তম হেদায়াত হলো মুহাম্মাদ (সা:)-এর হেদায়াত। সর্বোৎকৃষ্ট বিষয় হলো মনগড়া নব প্রবর্তিত বিষয়। আর প্রত্যেক নবপ্রবর্তিত বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআতই গুমরাহী বা ভ্রষ্টতা।” (সহীহ মুসলিম)
“তোমাদের উচিত তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন করা এবং এর উপর অটল অবিচল থাকা। যার পন্থা এই যে, আমার আদর্শ অনুসরণ কর কিন্তু কিছুতেই নতুন কিছু উদ্ভাবন করোনা।” (আদ দারিমি)
বিদআতের পরিণতি সম্পর্কে নবী কারীম (সা:) বলেছেনঃ “যে সমাজে একটি বিদআত প্রচলিত হয় সে সমাজ থেকে একটা সুন্নাত উঠে যায়।”
আমাদের সমাজে কিছু অনুষ্ঠান আছে যেগুলো অন্য জাতি থেকে ধার করা বা অন্য কোন জাতির অনুসরণে গড়ে ওঠে এগুলোকে বিজাতীয় সংস্কৃতি বলে। যেমনঃ জন্ম দিন, বিশ্ব ভালোবাসা দিবস, বিবাহ বার্ষিকী, মা দিবস, বাবা দিবস, বছরের প্রথম দিন উদযাপন ইত্যাদি।
অন্য জাতির অনুসরণ সম্পর্কে নবী কারীম (সা:) বলেছেনঃ “যে জাতি যাদের অনুসরণ করবে, তাদের সাথে সে জাতির হাশর হবে।”
“যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে অথবা বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের লা’নত বর্ষিত হবে।” (মুসলিমঃ ১৯৭৮ নং হাদীস)
“যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন ভালো রীতি বা পদ্ধতি চালু করে সে তার প্রতিদান পাবে। এবং তার দেখাদেখি পরবর্তীতে যারা তা করবে তাদের সমান প্রতিদানও সে পাবে। তবে তাদের প্রতিদানে কোন কমতি করা হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন খারাপ রীতি-পদ্ধতি চালু করবে তার উপর এর প্রতিফল বর্তাবে। তেমনিভাবে তার দেখাদেখি পরবর্তীতে যারা তা অনুসরণ করবে তাদের সমপরিমাণ প্রতিফলও তার উপর বর্তাবে। তবে তাদের প্রতিফলে কোন কমতি করা হবে না।” (সহীহ মুসলিমঃ ১০২ নং হাদীস)

×

Comments are closed.