তারাবীর নামায

তারাবীহর নামায নারী-পুরুষ উভয়ের জন্যে সুন্নাতে মুয়াক্বাদা। পুরুষের জন্য তারাবীহ জামায়াত করে পড়া সুন্নাত। তারাবীহ বিশ রাকআত।
হযরত ওমর (রা:) বিশ রাক্য়াত তারাবীহ নামায পড়ার ব্যবস্থা করেন। এবং পরবর্তীকালে খোলাফায়ে রাশেদীনও বিশ রাক্য়াত পড়েন।

তারাবীহ পড়ার পদ্ধতি এই যে, দু’রাকাত তারাবীহ সুন্নাতের নিয়ত করে এইভাবে পড়ুন যেমন অন্যান্য সুন্নাত ও নফল পড়ে। প্রত্যেক চার রাকয়াত পর এতটুকু সময় বসুন যে সময়ে চার রাক্য়াত পড়া যায়। বসাকালে কিছু তাসবীহ ও যিকির করা ভালো। চুপচাপ করে বসাও যায়।
তারাবীহ ওয়াক্ত এশার নামাযের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত। হাদীসগুলোতে তারাবীহ নামাযের অনেক ফযিলত বয়ান করা হয়েছে।

নবী পাক (সা:) এরশাদ করেন-
“যে ব্যক্তি ঈমানের অনুভূতিসহ আখেরাতের প্রতিদানের উদ্দেশ্যে রমযানের রাতগুলোতে তারাবীহ পড়বে আল্লাহ তায়ালা তার কৃত সকল গুনাহ মাফ করে দেবেন।”

(বুখারী, মুসলিম)

×

Comments are closed.