কোরানের রঙে রাঙবে জগত
তাইতো তাদের হাল ধরা
ঝরাবেই সব জঞ্জাল যারা
শুধিতে করুন এই ধরা
শুরু থেকে সেই এই অবধি
কোরানের পথে পথ চলা
আঁধারের রাত কেটে আসবেই ভোর
দৃপ্ত শপথে এই কাফেলা… …
বঙ্গোপসাগরের কোলে ছোট্ট সবুজ এক দেশ, বাংলাদেশ। ৫৬ হাজার বর্গমাইলের পবিত্র এই ভূখন্ডে রয়েছে সীমাহীন ঐশ্বর্য, অফুরন্ত সম্পদ, রয়েছে আল্লাহর অপার নেয়ামত। কিন্তু স্বাধীনতার পর থেকেই শাসকদের ক্ষমতালিপ্সা, অন্যায় অরাজকতার লালন, আদর্শিক শূন্যতা, সংকীর্ণ স্বার্থবাদ, দূর্নীতি, সন্ত্রাস, অনৈক্য, সাংস্কৃতিক আগ্রাসন, সর্বোপরি স্বদেশপ্রেমে উদ্দীপ্ত দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে গঠনমূলক ও সুপরিকল্পিত চিন্তার অভাব, স্বনির্ভর এই দেশের অগ্রযাত্রায় বারবারই আঘাত হেনেছে। যোগ্য ও দক্ষ নাগরিক তৈরির কারখানা সর্ব প্রকারের শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে এই ষড়যন্ত্রের মহড়া। ফলশ্রুতিতে অন্যায়, অনৈতিকতা, অশ্লীলতার সয়লাবে ভাসছে এদেশের ছাত্রসমাজ। এর প্রভাব পড়ছে ছাত্রী অংগনেও। কন্যা, জায়া, জননী হিসেবে অত্যন্ত সম্মানের পদে অধিষ্ঠিত নারী সমাজ আজ অধিকার হারা, নিরাপত্তাহীন। দিকভ্রান্ত এই ছাত্রীসমাজ তাই জাহেলিয়াতের অন্ধকার রাজত্ব থেকে মুক্ত হতে ব্যাকুল হয়ে পড়ছে… …
নব সৃষ্টির বুনিয়াদ হলো শুরু…
ভোরের রক্তিম আভা ছড়িয়ে পূর্বকোণে উদিত হয়েছে সূর্য তমসাবৃত্তি ঘোরে কালো আধিয়ার পর্দা ছিড়ে চারিদিকে আলোকিত করবেই।
এ আলো সত্যের আলো
এ আলো অন্যায়কে সরাবার জন্য
এ আলো জান্নাতের অপার্থিব আলো।
ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক প্রতিকূল স্রোত চারিদিকে। এই স্রোতের বিপরীতে ভাসাতে হবে তরী। হাল ধরতে হবে দক্ষ হাতে, দিক রাখতে হবে একদম ঠিক। এমন পরিস্থিতিতে অন্যায়, অনৈতিকতা, অশ্লীলতার সয়লাবে ভেসে চলা দিকভ্রান্ত ছাত্রীসমাজকে গভীর মমতায় সত্যের আলোকজ্জ্বল পথে এগিয়ে নেয়ার মানসে ১৯৭৮সালের ১৫ জুলাই ইডেন মহিলা কলেজ থেকে ১১জন বোনের প্রচেষ্টায় গড়ে ওঠে সত্যের পতাকাবাহী, দেশের একমাত্র একক ছাত্রী সংগঠন “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা”।
মাত্র ১১জন সেই অপার্থিব আলোতে উদ্ভাসিত হয়ে শুরু করল তাদের পথ চলা। অসহায় ছাত্রী সমাজকে সত্য ও সুন্দর আলো ঝলমল পথ দেখিয়ে দেয়ার শক্ত ও কঠিন কাজ হাতে নেয় এই ১১জন। ১১জন একই বৃন্তে ১১টি পাপড়ি। সেই বৃন্তসমেত পাপড়ির নাম বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। মানব প্রকৃতির সঠিক আদর্শ ইসলামকে সকল ছাত্রীর মাঝে প্রতিষ্ঠিত করাই এদের মূল লক্ষ্য।
এমন পরিস্থিতিতে অন্যায়, অনৈতিকতা, অশ্লীলতার সয়লাবে ভেসে চলা দিকভ্রান্ত ছাত্রীসমাজকে গভীর মমতায় সত্যের আলোকজ্জ্বল পথে এগিয়ে নেয়ার মানসে ১৯৭৮সালের ১৫ জুলাই ইডেন মহিলা কলেজ থেকে ১১জন বোনের প্রচেষ্টায় গড়ে ওঠে সত্যের পতাকাবাহী, দেশের একমাত্র একক ছাত্রী সংগঠন “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা”। রাত্রির কালো বুক চিড়ে প্রভাতের শুভ্র রেখার মতই আলোর সংকেত নিয়ে যে সংগঠন যাত্রা আরম্ভ করেছিল, হাজার হাজার ছাত্রী বোনের হৃদয়ে আলো ছড়িয়ে আজ সে সংগঠন পূর্ণ করেছে সাফল্যের ৩৭টি বছর। যুগের মুয়াজ্জিন হিসেবে তার কন্ঠস্বর পৌঁছে গিয়েছে রাজধানীর বুক ছাড়িয়ে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। ৩দফা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে আদর্শ মুসলিম নারী গঠনের উদ্দেশ্যে ছাত্রীসংস্থা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী বিশ্লেষনপূর্বক আদর্শ মুসলিম নারী গঠনের মাধ্যমে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠায় ছাত্রীসংস্থার প্রত্যয় আরো স্পষ্ট হয়ে ওঠে।
এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য হল-বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কুরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা এবং দ্বীন ইসলামের প্রতি সঠিক দায়িত্ব পালন করে আল্লাহর সন্তোষ লাভ করা-যাতে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি হাসিল করা যায়।
এ সংগঠনের ৩দফা কর্মসূচী :
এ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ৩টি কর্মসূচী গ্রহণ করে
১. ছাত্রীদের মধ্যে দ্বীন ইসলামের সঠিক ধারণার ব্যাপক প্রচার ও প্রসার।
২. ইসলাম প্রিয় ছাত্রীদেরকে সুসংগঠিত করে উন্নত নৈতিক জীবনযাপন-এর প্রশিক্ষণ দান।
৩. ছাত্রী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা ও বিভিন্নমুখী সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ।
এ সংগঠন সম্পর্কে আরো জানতে পড়ুন:
- পরিচিতি
- কর্মপদ্ধতি
- এসো সোনালী দিগন্তে
- সূর্যোদয়ের পথে
- আমরা ক’জন করিগর
- A Better Life
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |