সালাতুত তাসবীহ নামাজ

এ নামাযকে সালাতুত তাসবীহ এ জন্যে বলা হয় যে, এর প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার এ তাসবীহ পড়া হয়-
সালাতুত তাসবীহ মুস্তাহাব। নবী (সা:) চার রাক্য়াত নামায পড়েছেন। এ জন্যে একই সালামে চার রাকাত পড়া ভালো।
সালাতুত তাসবীহ পড়ার নিয়ম ও ফজীলত
ইবনে আব্বাস (রা:) বলেছেনঃ রাসূলুল্লাহ (সা:) আব্বাস বিন আবদুল মুত্তালিব (রা:) কে বলেছেন: “হে আমার চাচা আব্বাস, আমি কি আপনাকে একটা জিনিস দেবোনা? আমি কি আপনাকে এমন একটি বিশেষ জিনিস দেবোনা? যা করলে আল্লাহ আপনার আগের গুনাহ, পেছনের গুনাহ, নতুন গুনাহ, পুরান গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব গুনাহ মাফ করে দিবেন। চার রাকআত নামাজ পড়বেন, প্রতি রাকয়াতে সূরা ফাতিহার পর যেকোন একটি সূরা পড়বেন। প্রথম রাক্য়াতে যখন ক্বিরাত শেষ করবেন তখন “সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার” ১৫ বার, তারপর রুকুতে গিয়ে উক্ত দোয়া ১০ বার, রুকু থেকে উঠে ১০ বার তারপর সেজদায় গিয়ে ১০ বার, সেজদা থেকে বসে ১০ বার, দ্বিতীয় সেজদায় গিয়ে ১০ বার, দ্বিতীয় সেজদা থেকে উঠে ১০ বার পড়বেন। এভাবে প্রতি রাকয়াতে ৭৫ বার পড়া হবে। এভাবে প্রতি রাক্য়াত পড়বেন। এ নামায যদি পারেন প্রতিদিন একবার, নচেত প্রতি শুক্রবার একবার, নচেত প্রতি বছরে একবার, নচেত সারা জীবনে একবার পড়বেন।” (আবু দাউদ, ইবনে মাজাহ্)

×

Comments are closed.